ক্যান্সার আক্রান্ত ওসমানীনগরের মখলিস মিয়ার জন্য প্রবাসীদের চ্যারিটি সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৯, ২:০৯ পূর্বাহ্ণ
লন্ডন অফিস:
ক্যান্সার আক্রান্ত মখলিস মিয়ার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রবাসীরা। ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের কালনীরচর গ্রামের মরণব্যাধী ক্যান্সার আক্রান্ত মখলিস মিয়ার চিকিৎসার জন্য এক চ্যারিটি সন্ধ্যার আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী বালাগন্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাষ্টের কার্যকরি পরিষদের সদস্য আতিকুর রহমানের উদ্যেগে বুধবার সন্ধ্যা ৮টায় লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় এই চ্যারিটি সন্ধ্যা।
অধ্যাপক মাসুদ আহমদ এর সভাপতিত্বে এবং আব্দুল বশিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মাওলানা কিবরিয়া।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ গোলাম কিবরিয়া, আনহার মিয়া,নুর আলী, পারভেজ আহমদ ,সৈয়দ তাজির উদ্দিন মান্নান, আব্দুল কাইয়ুম , রবিন পাল ,সাজ্জাদ মিয়া, আনছারুল হক, আজাদুর রহমান আজাদ , নুরুল ইসলাম জিতু, ফয়ছাল হুসেন সুমন , মতিউর রহমান , সাইফুল ইসলাম মহসিন ,মিসবাউর রহমান দুলন ,মুজাহিদ ইসলাম লিটন, আব্দুল হামিদ নাছার,রুহুল আমিন, মাছুম আহমদ,নাহিদ আহমদ জায়গীরদার, আলমগীর মুরাদ,জূবাইরুল মিটন,প্রমুখ ।
উক্ত চ্যারিটি সন্ধ্যায় প্রায় পাঁচ হাজার ছয় শত পাউন্ড ডোনেশন কালেক্ট করা হয়েছে । সভা শেষে অসুস্থ মখলিস মিয়া ও গোয়লাবাজারের ভ্রাম্মন গ্রামের অসুস্থ মুহিদুর রাহমান লাল মিয়ার জন্য বিশেষ মোনাজাত করে মহান আল্লাহ্ তায়ালার নিকট সুস্থতা কামনা করা হয় ।