নবীগঞ্জের ইনাতগঞ্জে সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাজার রণক্ষেত্র
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৭, ১১:১২ অপরাহ্ণ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে দুই সিএনজি(অটোরিক্সা) সংঘটনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । এ সময় ইনাতগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ইনাতগঞ্জ পূর্ব বাজার ও পশ্চিম বাজারে দুইটি সিএনজি ষ্টেন্ড রয়েছে। রয়েছে দুইটি আলাদা সমিতি। পূর্ব বাজার ষ্টেন্ডের নেতৃত্বে রয়েছেন সমিতির সভাপতি শিমুল মিয়া ও অপর ষ্টেন্ডের নেতৃত্বে রয়েছেন রুবেল আহমেদ। পূর্ব বাজারের ষ্টেন্ডের দাবী পশ্চিম বাজারের ষ্টেন্ড তাদের অধীনে থাকতে হবে। এতে অপর পক্ষ নারাজ। এ নিয়ে গত প্রায় দুই মাস ধরে উভয় সমিতির লোকদের মধ্যে বিরুধ চলে আসছে। এর জের ধরে গতকাল শনিবার দুপুরে ইনাতগঞ্জ বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু। সংঘর্ষে পিকল,রামদাসহ একে অপরকে বোতল ছুড়ে মারেন। এ সময় ইনাতগঞ্জ বাজার রণ ক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে দেন। সাধারন মানুষের মধ্যে আতংক দেখা দেয়। এ সময় এ এসপি(সার্কেল) রাসেলুর রহমান,নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন ঘটনা স্থলে উপস্থিত হয়ে একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতরা হলেন,শিমুল মিয়ার পক্ষের ফয়ছল আহমেদ,জাকারিয়া,নুরকাছ উদ্দিন,টিপু,তফু মিয়া,শাহীন আহমেদ,রাসেল,জুনু মিয়া,শিবলু মিয়া,এনামুল ও রাজন মিয়া। রুবেলের পক্ষের সালাম,রবিউল হোসেন,আশরাফ উদ্দিন,রাসেল মিয়া,দীপু,সুরেজ,লিলজার,আমির হোসেন,আমির হোসেন,কামরান,নোমান,সায়েদ প্রমূখ। আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।