ফ্রান্স আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৭, ১০:০১ অপরাহ্ণ
ফ্রান্স প্রতিনিধি: শোককে শক্তিতে পরিনত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ফ্রান্স আওয়ামীলীগের উদ্দ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। গত ১৫ ই আগষ্ট ফ্রান্সের অভার ভিলার একটি হলে শত শত নেতা কর্মীর উপস্থিতে অনুষ্ঠিত হয় এই সভা।
মঞ্জুরুল হাসান সেলিমের সভাপতিত্বে দিলওয়ার হোসেন কয়েছের পরিচালনায় হোসাইন খানের কোরাআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা এনামুল হক সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতিবৃন্দ সুনাম উদ্দিন খালিক ‚শাজাহান রহমান ‚মোতালেব খান ‚জসিম উদ্দিন ফারুক ‚আশরাফুল ইসলাম ‚শা নেওয়াজ রশিদ রানা‚ আজম খান ‚নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান যুগ্ম সম্পাদক বৃন্দ আকরাম খান‚ আতিকুজ্জামান ‚হাসান সিরাজ ‚শাহিন আরমান চৌধুরী ‚মিয়া কামাল সাংঘঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সিলু‚ সাইদুর রহমান সাইদ‚ সাইদুর রহমান
প্যারিস নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আকিল ইব্রাহীম ফ্রান্স আওয়ামী লীগের সম্পাদক বৃন্দ কামাল আহমদ‚জয়নুল আবেদীন ‚ কামরুল হাসান সেলিম‚ হাসান সিদ্দিকী‚ হাসান আহমদ ‚তারিক হাসান‚ আসাদুজ্জামান সুমন ‚খায়রুল আলম মাজেদ‚ইকবাল হোসেন সুমন‚ জামিল আহমদ সাহেদ ‚ আসাদ উদ্দিন যুবলীগ নেতা মিজানুর রহমান ‚লাবু চৌধুরী ‚আতিকুর রহমান‚মতিউর রহমান ছাত্রলীগ নেতা সেলিম আল দিন সালমান আকবর রুবেল আহমদ প্রমুখ।