যুক্তরাজ্য খেলাফত মজলিসের নির্বাহী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৭, ৫:০৭ অপরাহ্ণ
আ,ফ,ম শুয়াইব :খেলাফত মজলিস শুধু রাজনৈতিকই নয় বরং ব্যক্তিগত-পারিবারিক, সামাজিক, সাস্কৃতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ অনুসরণ করার জন্য সংগঠনের দাওয়াতী কাজের গুরুত্ব দিতে হবে। সংগঠনের কাজ কে আর গতিশীল করার জন্য সমাজের সকল শ্রেনীর মানুষের কাজে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। সাথে সাথে খেলাফত প্রতিষ্ঠার গণআন্দোলনের কাজ প্রসারিত করতে কর্মীদের কে সংগঠনের কর্মসুচী বাস্তবায়ন করে আন্দোলন কে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগন মহাসচীব ও উক্ত সভার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
গত ৫ আগস্ট ২০১৭ ইসট লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহের সভাপত্তিতে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।
উক্ত নির্বাহী সভায় বিভিন্ন শাখা সমুহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা সহ আগামী দ্বী-মাসিক পরিকল্পনা গ্রহন করা হয়।
“কর্মসুচীর মধ্যে রয়েছে”
আগামী ১৩, ২৭ আগস্ট ও ১৬ সেপ্টেম্বর ২০১৭ সদস্য প্রার্থীদের নিয়ে তরবিয়তী মজলিস।
৬ সেপ্টেম্বর পবিত্র ঈদপুনর্মিলনী।
৭ অক্টোবর ২০১৭ যুক্তরাজ্য শাখার মজলিসে শুরা অনুষ্ঠিত হবে।
নির্বাহী সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, শাখার সহ সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহ সভাপতি কারী আব্দুল মুকিত আজাদ, সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাদির, সহ সভাপতি মাওলানা শওকত আলী, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল করিম, বারমিংহাম শাখার সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব, যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, প্রশিক্ষন সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম উবায়েদ, প্রচার সম্পাদক মাওলানা কামরুল হাসান খান, লন্ডন মহানগরীর সাবেক সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম, লন্ডন সিটির সভাপতি মাওলানা হাফিজ এনামুল হক, ইউকে নির্বাহী সদস্য শেখ মুশতাক আহমদ, সৈয়দ মারুফ আহমদ প্রমুখ।