বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের সাধারণ সভা ১৮ জুলাই
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৭, ৭:৫৭ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্ট বার্মিংহাম ইউকের বিশেষ সাধারণ সভা ১৮ জুলাই অনুষ্টিত হবে। বার্মিংহামস্থ আস্টনের ভিক্টোরিয়া রোডের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে দুপুর দেড়টায় উক্ত বিশেষ সভা অনুষ্টিত হবে বলে জানান ট্রাস্টের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ।
তিনি জানান, বর্তমান কার্যপরিচালনা পরিষদের মেয়াদ শেষের দিকে এ ব্যাপারে সকল ট্রাস্টির সাথে মতবিনিময় ও আলোচনা অত্যন্ত প্রয়োজন বিধায় এ বিশেষ সভার আয়োজন। সবাই এতে উপস্থিত থেকে মূল্যবান অভিমত প্রকাশ করার অনুরোধ জানান তিনি।
আলোচ্য সুচী
১/পবিত্র কোর আন থেকে তেলাওয়াত
২/সভাপতির স্বাগত বক্তব্য
৩/২০১৭ ইং নির্বাচন সংক্রান্ত বিশেষ আলোচনা
৪/বিবিধ