সিলেটের ৫০ লাখ প্রবাসীর মন পড়ে আছে “আতিয়া মহলে”
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ৬:১৭ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ দেশের বাইরে অবস্থানরত সিলেটের ৫০ লাখ প্রবাসীর মন পড়ে আছে এখন শিববাড়ীর আতিয়া মহলে । সচেতন প্রবাসীরা নির্ঘুম রাত কাটিয়েছেন। খবর নিচ্ছেন মুহুর্তে মুহুর্তে। লাইভ সংবাদ পেতে চোখ রাখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম আর অনলাইন পোর্টালগুলোতে। তাদের মনে প্রশ্ন একটাই, কি ঘটতে যাচ্ছে দক্ষিন সুরমায়? জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে সেখানে প্রাণহানীর ঘটনা কি ঘটেছে ? শেষ পর্যন্ত কি অভিযান সফল হবে? ইত্যাদি সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
শুক্রবার ভোর ৩টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহানী। ব্রিটেন প্রবাসী আব্দুস সালাম ওদুদ সুরমা নিউজকে বলেন, গতরাত একটিবারের জন্য ঘুমোইনি। মনে পরে আছে সিলেটে। কি ঘটছে সেই উদ্বেগ উৎকণ্ঠায় রাত কাটিয়েছি। দেশের যে কোন সঙ্কটে আমরা মনোবেদনায় ভুগি। সবাই ভালো থাকুক সেই দোয়াই করি।
ইউরোপ আমেরিকা ও মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে সিলেটের প্রায় ৫০ লাখ প্রবাসী উদ্বেগ উৎকণ্ঠায় পার করছেন প্রতি মুহুর্ত।
উল্লেখ্য, শনিবার সকাল ৮টা থেকে ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে অভিযান শুরু করে প্যারা কমান্ডো টিম। এখনও সেই অভিযান চলছে। সকাল ১০টার দিকে ওই বাড়িতে একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।
আইএসপিআর এর পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান জানিয়েছেন, সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানে নারী ও শিশুসহ বেসামরিক লোককে উদ্ধার করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। অভিযান খুবই সতর্কতার সঙ্গে ধীরগতিতে চালানো হচ্ছে। যাতে বেসামরিক লোকজনের কোনও সমস্যা না হয়।