ওসমানীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মি নিহত
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১১:১৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে মোটরসাইকেল দুর্ঘটনার সাদেক আহমদ(২০) নামের এক ছাত্রলীগ কর্মি নিহত হয়েছে। নিহত সাদেক তাজপুর ইউপির দশহাল গ্রামের আব্দুর কাদিরে ছেলেও ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কর্মি। গত মঙ্গলবার রাত ১১টায় সিলেট শহরস্থ ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় গত মঙ্গলবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাট নামক স্থানে সাদেকের মোটরসাইকেলর সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সাদেক মিয়া গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট শহরের ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাদেকের মৃত্যু হয়। আজ বুধবার সকাল ১১টায় দশহাল ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে গ্রামের পঞ্চায়েত কবর স্থানে সাদেকের দাফন সম্পন্ন হয়।