তাজপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৭, ১১:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ওসমানী নগরের তাজপুরে ইউনিয়ন যুবলীগের কর্মী সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের প্রথম যুব সংগঠন। ১৯৭২ সালের ১১ই নভেম্বর থেকে শুরু হয়েছে এর পথ চলা। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে ইতিবাচক যুবরাজনীতি প্রতিষ্ঠার জন্য সংগঠনটি কাজ করে যাচ্ছে। যুবলীগের সংগ্রামী ভূমিকার কথা সবাই জানেন। জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান প্রজন্মের আশা-আকাংখা বাস্তবায়ন উপযোগী একটি আধুনিক রাষ্ট্র বিনির্মানেও অঙ্গীকারাবদ্ধ ।
আজ সোমবার দুপুর তিনটায় স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে কর্মী সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তাজপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ তুরন মিয়ার সভাপতিত্বে ও দিলশাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানী নগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওসমানী নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আব্দাল মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি.এম কিবরিয়া,ওসমানী নগর উপজেলা সেচ্চা সেবক লীগের সভাপতি চঞ্চল পাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া । তাজপুর ইউনিয়ন যুবলীগের নতুন কমিটির জন্য সভাপতি পদে ১০ টি ও সাধারণ সম্পাদক পদে ১৩ টি আবেদন জমা দিয়েছেন প্রার্থীরা।