ওসমানীনগরে দুই চৌধুরী-কে এক হওয়ার আহ্বান স্থানীয় নেতৃবৃন্দের
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৭, ১১:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের কর্মী সভায় বক্তারা দুই চৌধুরীকে দলের স্বার্থে এক হওয়ার অনুরোধ করেন। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে দলের জন্য হলেও এক কাতারে আসার আহ্বান জানান স্থানীয় নেতারা। তারা বলেন, আগামী দিনে আপনারা যে নৌকা নিয়ে আসবেন আমরা তৃনমুলের কর্মীরা নৌকার পক্ষে কাজ করব।
গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুস শহীদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, বিশেষ ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরান, উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আবদাল মিয়া, ওসমানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌঃ নাজলু, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিয়াফর আলী মেম্বার, আওয়ামীলীগ নেতা হারুন মিয়া,আনোয়ার আলী, সিলেট জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া, শাহিন আহমদ, সাজলু লস্কর, শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি ইকবাল আহমদ, রবিন আহমদ আবদাল, আরিজ আলী, যুগ্ন সম্পাদক দিলদার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রিন্স, প্রচার সম্পাদক সেবুল মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, অর্থ সম্পাদক কাওছার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল আহমদ, পাঠাগার সম্পাদক সিদ্দেক আলী, সাংস্কৃতিক সম্পাদক কয়েছ মিয়াসহ প্রমুখ।