উমরপুর ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৭, ১০:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ওসমানীনগরের উমরপুর ইউনিয়নে সফলভাবে সম্পন্ন হয়েছে উপজেলা যুবলীগের কর্মী সম্মেলন। ইউনিয়ন ভিত্তিক নতুন নেতৃত্ব বের করে নিয়ে আসার লক্ষ্যে আজ শনিবার দুপুরে হাজারো জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উমরপুর ইউনিয়নের কর্মী সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল।
প্রধান বক্তার বক্তব্যে সুহেল বলেন,যুবলীগের ইতিহাস অপশক্তির অপরাজনীতির বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যাহত রয়েছে। যে স্বপ্ন নিয়ে প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের অগ্রযাত্রা শুরু করেছিলেন। সেই পথেই জননেত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে যুবলীগ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়।
উমরপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি.এম কিবরিয়া, উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবির মিয়া ও সাধারণ সম্পাদক ছইল মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ফেরদৌস খান প্রমুখ।
উমরপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে সভাপতি পদে ১১ টি ও সাধারণ সম্পাদক পদে মোট ১৪ টি আবেদনপত্র জমা পড়েছে।
আগামীকাল রবিবার দুপুর ২টায় গোয়ালা বাজারের দাশপাড়া রোডে অনুষ্ঠিত হবে উপজেলা যুবলীগের কর্মী সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে পৈলনপুর ইউনিয়নে।