ওসমানীনগরে মেছো বাঘ আটক
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ৩:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় উপজেলার খাপন গ্রামের তোয়াহিদ আলীর মুরগীর খামারে ফাঁদ পেতে এই মেছো বাঘটি আটক করা হয়। বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে এলাকার মানুষ ঐ বাড়িতে ভীড় করেন। বাঘটি প্রায় তিন ফুট লম্বা ও দেড় ফুট উচ্চতা হবে।
বাঘটি আটকের সত্যতা নিশ্চিত করে খাপন গ্রামের আনছার আহমদ সুরমানিউজকে বলেন, তোয়াহিদ আলীর মুরগীর খামারে শিয়াল মারার জন্য পাতানো ফাঁদে মেছো বাঘটি আটক হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মৌলভীবাজার ফরেষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে আটক বাঘকে হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজার বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন মুঠোফোনে সুরমানিউজকে বলেন, প্রানীটিকে মৌলভীবাজার ফরেষ্টে নেয়া হচ্ছে। সেখান থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে উন্মুক্ত করে দেয়া হবে। এটি একটি মেছো বাঘ। খাবারের সন্ধানেই হয়তো মুরগীর খামারে হানা দিয়েছিল।