যারা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের ক্ষমা নেই : ওসমানীনগরে শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৭, ১১:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যারা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের ক্ষমা নেই। তাদেরকে ইতিহাসও ক্ষমা করবেনা। তারা যুগে যুগে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী শনিবার ওসমানীনগরের তাজপুরে আতাউর রহমানের নির্বাচন পরবর্তি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। আওয়ামীলীগ নেতা মকবুল আলীর সভাপতিত্বে , মোহন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, আওয়ামীলীগ নেতা সত্যেন্দ্র কুমার দেব, পিনাক পানি ভট্টাচার্য, ইছকন্দর আলী, কৃপাময় দাস, কমরেড আফরোজ আলী, মখলিছ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস খান, সাবেক ভিপি জুবায়ের আহমদ শাহীন, আহমেদ মালেক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মিলন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ঝলক পাল, মেম্বার জুবেদ আহমদ লিটন, বেলাল আহমদ, সালা উদ্দিন, জাহেদুল আম্বিয়া কার্জন, কবির আহমদ, জয়নাল আবেদীন, জয়নাল আহমদ, মাসুম আহমদ, বখতিয়ার আহমদ, ইরন খান, কওছর আহমদ , নুরুল ইসলাম, সেবন অধিকারি প্রমুখ। কোরান থেকে তেলাওয়াত করেন আব্দুল কাদির। গিতা পাঠ করেন পুরকায়স্ত। চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বলেন, আমার জন্য শ্রম দিয়ে, ভোট দিয়ে আপনারা চিরঋণী করে রেখেছেন। আপনাদের এই ত্যাগ কোন দিন আমি ভুলবনা।