ওসমানীনগরে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২:০৬ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান নৌকা প্রতীক পেয়ে তাজপুর কদমতলাস্থ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। গতকাল শনিবার বিকাল এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ারের সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা আফছর আজিজ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদপ্রার্থী মুক্তা পারভীন, কমরেড আফরোজ আলী, জুবায়ের আহমদ শাহীন, মামুনুর রশিদ খলকু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অরুনদয় পাল ঝলক, জালাল উদ্দিন আহমদ কয়েছ, যুবলীগ নেতা মঈনুদ্দিন মোহন, আব্দুল জব্বার, কবির আহমদ, নুরুল ইসলাম, জায়েদুল আম্বিয়া কার্জন, খন্দকার মাসুম, বখতিয়ার আহমদ, মানিক মিয়া প্রমুখ। এ সময় নৌকার সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজারস্থ এক বিরাট মিছিল বের করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা শেষে মোনাজাত ও ফিতা কাঁটার মাধ্যমে অফিসের উদ্বোধন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বারী তাজ উদ্দীন।