ওসমানীনগর উপজেলা নির্বাচন : আতাউর রহমানের মনোনয়ন বৈধ ঘোষনা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ৪:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান আতাউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। সোমবার সকালে শুনানি শেষে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এ রায় দেন । গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার যাচাইবাছাইকালে ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়।
আতাউর রহমান জানান ,তাজপুর বাজারের এক ব্যাবসায়ী (বিপিন স্টোর )”তাপস দেব” সে বোয়ালজুড় ইউনিয়নের বাসিন্দা তার লোনের গ্রান্টার ছিলেন তিনি । সে প্রবাসে চলে যাওয়ার কারনে তার লোনের টাকা তিনি ব্যাংকে পরিশোধ করলেও কাগজের মূল কপি ব্যাংকে না পৌছায় কিছুটা জামেলা হয়েছে। আমি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে’। বর্তমানে সব কিছু সমাধান হয়েছে তিনি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে অংশ গ্রহন করবেন।
উল্লেখ্য , যাচাইবাছাই শেষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস খান, দিলদার আলী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার ও হুসনা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়।