ওসমানীনগরে শ্বশুর বাড়িতে জামাইর মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ ৫ জনকে আসামী করে মামলা
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ ওসমানীনগরে শ্বশুর বাড়িতে জামাই এর মৃত্যুর ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সাইফুল ইসলাম (২২) কে আত্মহত্যার প্ররোচনার দেয়ার অভিযোগে ওসমানীনগর থানায় সাইফুলের স্ত্রী রাশিদা বেগম, শ্বশুর নেছাওর আলী ও শাশুড়ি ছায়া বেগমসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিহত সাইফুলের বড় ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার উমরপুর ইউপির আব্দুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত মজিদ উল্লার ছেলে সাইফুলের লাশ সাদীপুর ইউপির রহমতপুর চর গ্রামের শ্বশুর নেছাওর আলীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ সাইফুলের স্ত্রী রাশিদা বেগম শুক্রবার রাতে ফোন করে সাইফুলকে ডেকে নিয়ে সহযোগীদের নিয়ে সাইফুলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সাইফুলের স্ত্রী রাশিদা বেগম ও শ্বাশুড়ি ছায়া বেগমকে শনিবার আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, আত্মহত্যা করতে প্ররোচনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত আসামি নিহত সাইফুলের স্ত্রী ও শ্বাশুড়িকে আদালতের মাধ্যমে রোববার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।