উপজেলা নির্বাচন: ওসমানীনগরে আ’লীগের ৩জন সহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ৮:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান প্রার্থী সহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রাথীরা হলেন, আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, আ’লীগের ভাইস-চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস খান ও দিলদার আলী, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাপা মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ চৌধুরী, স্বতন্ত্র ভাইস-চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার ও হুসনা বেগম।
বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, আ’লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু ও জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শিব্বির আহমদ। ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী মুক্তা পারভিন ও বিএনপি মনোনীত প্রার্থী মুছলিমা আক্তার চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। মনোনয়নপত্র বাচাই কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শওকত আলী।
উল্লেখ্য গত পহেলা ফেব্রুয়ারী নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দানের শেষ দিন। এ দিন আ’লীগ, বিএনপি, জাপা, স্বতন্ত্র সহ ১৩জন চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল শুক্রবার ছিল মনোনয়নপত্র বাছাই। প্রত্যাহারের শেষ দিন ১৭ ফেব্রুয়ারী এবং আগামী ৬ মার্চ উপজেলার ৮টি ইউপির ৬০টি কেন্দ্রে ১লাখ ২৬ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলার প্রথম চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করবেন।