যুক্তরাজ্য থেকে ফিরছেন রকিব : ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ৬:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর স্মৃতিবিজড়িত প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলা নির্বাচন আগামী ৬ই মার্চ। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে আওয়ামীলীগ, বিএনপি ও জাপার নেতারা ছিলেন প্রচার-প্রচারণায় ব্যস্ত। তবে ব্যতিক্রমী ছিলেন আব্দুর রকিব। তাঁর বিএনপির হয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা ছিলো। কিন্তু ছিলেন প্রচার বিমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা ওসমানীনগর উপজেলায় ধানের শীষের পক্ষে নিজে কিংবা যে কেউ মনোনয়ন পেলে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। অবশেষে বিএনপি থেকে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী মনোনয়ন পাওয়ায় দলের স্বার্থে তাঁর হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ছাত্রনেতা। তিনি স্থানীয় বিএনপি ও যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে প্রিয়মূখ। যুক্তরাজ্য বিএনপিতে তাঁর রয়েছে সক্রিয় অবস্থান। ছাত্রজীবনে আব্দুর রকিব এমসি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাহিত্য বিতর্ক ও বক্তব্য বিষয়ক সম্পাদক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে ছিলেন পুরোটাই সক্রিয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে জেলে থাকা বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলীর জন্য গঠিত ইলিয়াস মুক্তি পরিষদ এর যুগ্ম সম্পাদক ছিলেন যুক্তরাজ্য বিএনপির এ নেতা।
নিজ উপজেলা ওসমানীনগরের প্রতি আকৃষ্ট আব্দুর রকিব বলেন, প্রবাসে থাকলেও সবসময় দেশের জন্যে আলাদা টান রয়েছে। প্রাণটা সবসময় দেশ ও এলাকার মানুষের মায়ায় পড়ে থাকে। ছাত্র রাজনীতির মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে জড়িয়ে আছি। যতটুকু পেরেছি মানুষের সেবা করেই আসছি। বাংলাদেশের তথা নিজ এলাকার সার্বিক কল্যাণে আরো কাজ করার খুব ইচ্ছে আছে। এ লক্ষ্যে ওসমানীনগর উপজেলা নির্বাচনে ধানের শীষের হয়ে বিজয়ের মাধ্যমে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য উন্নয়নের জন্য নির্বাচন করার আশা পোষণ করেছিলাম। দল যেহেতু আমাদের বিএনপি নেতা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরীকে মনোনয়ন প্রদান করেছেন তাই দলের কল্যাণে ঐক্যবদ্ধভাবে আমরা তাকে নিয়েই মাঠে নামবো। তবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করছি।
ওসমানীনগর উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে দলীয় নেতাকর্মীসহ সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুতি ও তৃণমূল নেতৃবৃন্দের সুসংগঠিত থাকার আহব্বান জানান। তাছাড়া দলের হয়ে কাজ করতে তিনি খুব শীঘ্রই যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন।