ওসমানীনগরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ৮:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও ১৫তম তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে স্থানীয় উত্তর গোয়ালাবাজার ইলাশপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে বাদ যোহর থেকে শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত চলে ১৫তম এ তাফসীর মাহফিল। হাজারো মানুষের অংশগ্রহনে শেষ হয় আন্তর্জাতিক কিরাত সম্মেলন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। বাদ যোহর থেকে তাফসির পেশ করেন ড. আল্লামা সরকার কফিল উদ্দিন সালেহী, অধ্যক্ষ মাওলানা মনোওর আলী, মাওলানাঃ পীরজাদা মাহবুবুর রহমান ঢাকা, সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ ছালিক আহমদ। এছাড়া দেশের নবীন ও প্রবীন ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন।
এশার নামাজের পর থেকে শুরু হয় মহাগ্রন্থ আল-কোরআনের সুমধুর তেলাওয়াত। বিশ্বের স্বনামধন্য ক্বারীরা একে একে কোরআন তেলাওয়াত করে আসমান জমিন মুখরিত করে তোলেন। পর্যায় ক্রমে মঞ্চে আসেন-মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরীদ্বী, শাইখ মুহাম্মদ আল-হোসাইনী ই’তা, মরক্কোর ড. আব্দুল ফাত্তাহ আল ফুরাইশী, ইরানের কারী কারীম মানসুরী, ব্রুনাইনের কারী আওয়াংহাজ্জ মেতুসসীন, মালয়েশীয়ার কারী ওয়ান আইনুদ্দীন, ভারতের কারী তৈয়্যব জামাল, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, সিলেটের অধ্যক্ষ কারী জ. উ. ম. আব্দুল মুনঈম। সারা বিশ্বের মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়ার মাধ্যমে শেষ হয় আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও ১৫তম তাফসীরুল কোরআন মাহফিল।