ওসমানীনগর থানার ওসিকে স্মারক প্রদান
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ৮:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে অভিনন্দন স্মারক প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের পক্ষ থেকে ওসি আব্দুল আউয়াল চৌধুরী আইজিপি পদকে ভূষিত হওয়ায় তাকে এ অভিনন্দন স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি জাকির হোসাইন, সহ-সভাপতি হোসাইন আহমেদ মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক শামিম আহমেদ, দফতর সম্পাদক আব্দুল হাকিম, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা আকাশ আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা সাহেল আহমেদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ টিটু, ছাত্রলীগ নেতা ইসহাক মোহাম্মদ প্রমুখ।
উল্লেখ্য, আইন শৃংখলা রক্ষা, দক্ষতা ও সাহসিকতার জন্য ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীকে বিশেষ সম্মাননা পুরস্কার আইজিপি পদকে ভুষিত করা হয়। গত ২১ জানুয়ারি আইজিপি স্বাক্ষরিত এক আদেশে তাকে এই পদকে ভুষিত করা হয়। ওসি আব্দুল আউয়াল চৌধুরী ২০১৬ সালে ১৫ জানুয়ারি ওসমানীনগর থানায় যোগদান করার পর আইন শৃংখলা রক্ষার্থে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, খুনি, চিহ্নিত ডাকাতসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখেন। এছাড়া ২০১৬ সালের ২৪ অক্টোবর উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামে চাঞ্চল্যকর পিতার হাতে দুই পুত্র খুনের ঘটনায় ঘাতক পিতা ছাতির আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। এ ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক ভাবে আলোড়ন সৃষ্টি করে। ওসি আব্দুল আউয়াল চৌধুরীর অক্লান্ত পরিশ্রম ও বিচক্ষনতার কারণে খুনীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে এলাকায় পুলিশী কর্মকান্ড ব্যাপক প্রশংসিত হয়। প্রেস বিজ্ঞপ্তি