সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। স্থানীয় ও শেরপুর হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্ট (নং ঢাকা মেট্রো ব ০২-০৩৮৩) কুমিল্লা গামী বাস শেরপুরের গ্রাম শেরপুর এলাকায় আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকা জনক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ও বাস আটক করে থানায় নিয়ে আসে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।