ওসমানীনগরের সুমাইয়া কুরআন তিলাওয়াতে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৭, ৯:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ইসলামি ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগীতায় পবিত্র কুরআন তিলাওয়াতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে সিলেটের ওসমানীনগরের মেয়ে সুমাইয়া জান্নাত চৌধুরী। সে ওসমানীনগরের দুলিয়ারবন্দ এলাকার শিক্ষক মাওলানা আব্দুল মান্নান চৌধুরী ও শিক্ষিকা রুনা আক্তারের মেয়ে। সে ‘আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী হিসেবে এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগীতায় ২০১৪ সালে সে উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট হয়। সর্বশেষ গত শনিবার ২০১৪ ও রোববার ২০১৫ সালের দুিট পর্যায়ে একই বিষয়ে এই প্রতিযোগীতার ফাইনাল রাউন্ডে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে । বিষয়টি নিশ্চিত করে আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল কাইয়ূম বলেন, সুমাইয়া আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তার তিলাওয়াত খুব সুন্দর। যার কারণে জাতীয় পর্যায়ে শ্রেষ্ট হয়েছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সুমাইয়ার উত্তর উত্তর সাফল্য কামনা করি।