আইজিপি পদক পেলেন ওসমানীনগর থানার ওসি
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৭, ৯:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আইন শৃংখলা রক্ষা দক্ষতা ও সাহসিকতার জন্য সিলেটের ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীকে বিশেষ সম্মানা পুরস্কার আইজিপি পদকে ভুষিত করা হয়েছে। গত ২১ জানুয়ারি আইজিপি স্বাক্ষরিত এক আদেশে তাকে এই পদকে ভুষিত করা হয়। ওসি আব্দুল আউয়াল চৌধুরী ২০১৬ সালে ১৫ জানুয়ারি ওসমানীনগর থানায় যোগদান করার পর আইন শৃংখলা রক্ষার্থে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, খুনি, চিিহ্নত ডাকাতসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখেন। এছাড়া ২০১৬ সালের ২৪ অক্টোবর উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামে চাঞ্চল্যকর পিতার হাতে দুই পুত্র খুনের ঘটনায় ঘাতক পিতা ছাতির আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। এ ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ওসি আব্দুল আউয়াল চৌধুরীর অক্লান্ত পরিশ্রম ও বিচক্ষনতার কারণে খুনীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে এলাকায় পুলিশী কর্মকান্ড ব্যাপক প্রশংসিত হয়। তাঁর এমন প্রশংসনীয় কাজের স্বৃকৃতি স্বরূপ আইজিপির ঊীবসঢ়ষধৎু মড়ড়ফ ঝবৎারপব ইধফমব পদকে তাকে ভুষিত করা হয়।