ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় চালক নিহত
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৭, ৩:০৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে ট্রাকের চাকা খুলে ব্যাটারিচালিত রিকশায় ধাক্কা লাগার ঘটনায় রিকশাচালক নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর কদমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (৩৫) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ভোগবাজারের দারগা আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপির দাশপাড়া রইছ উল্লার কলোনিতে বসবাস করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রুবেল মিয়া ব্যাটারিচালিত রিকশা নিয়ে গোয়ালাবাজার থেকে তাজপুর কদমতলা যান। সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা খুলে রুবেলের রিকশায় ধাক্কা লাগে। এতে রুবেল গুরুতর আহত হন।
তাজপুর ফায়ার ব্রিগেডের টিমলিডার মজনু মিয়া জানান, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা রুবেলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।