তাজপুর কলেজ জাতীয়করনের ফাইল প্রধানমন্ত্রীর কাছে : লন্ডনে শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৭, ৫:৫৭ অপরাহ্ণ
লন্ডন অফিস:
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন- আজকে এখানে প্রায় সবাই দাবী তুলেছেন তাজপুর ডিগ্রি কলেজ জাতীয়করনের ব্যাপারে। সবার দাবীর প্রেক্ষিতে আমি জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই এই কলেজের দাবী প্রধানমন্ত্রীর কাছে পৌছেছে এখন তিনিই সিদ্ধান্ত নিবেন। এখানে প্রবাসে আপনাদের দাবীর কথা আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো। তিনি আরো বলেন, প্রবাসীদের স্বার্থ বিরোধী কোন আইন বাংলাদেশের জাতীয় সংসদে পাস করা হবে না। প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব ৭২ এর সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রতিষ্ঠিত করেছেন।
২৪ জানুয়ারী মঙ্গলবার বিকেলে লন্ডনের ওয়াটারলিলি হলে যুক্তরাজ্য আওয়ামীললীগ কর্তৃক আয়োজিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম পি’র সন্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে খুবই অবগত রয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও দুর্যোগময় মুহূর্তে প্রবাসী বিশেষ করে যুক্তরাজ্যবাসীর অবদান সর্বজন স্বীকৃত। যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে তাজপুর কলেজ জাতীয়করনের জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। এসময় তাজপুর কলেজের সাবেক ছাত্ররা পৃথক পৃথকভাবে শিক্ষামন্ত্রীর হাতে স্মারকলিপি প্রদান করেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ মাধবপুর নির্বাচনী এলাকার এমপি এডভোকেট মাহবুব আলী সহ যুক্তরাজ্য আওয়ামীললীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ ,সেচ্ছাসেবকলীগ , শ্রমিকলীগের নেতৃবৃন্দ।