ওসমনানীনগরে শতভাগ পাশ করেছে চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৬, ৩:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ: ২০১৬ সালে অনুষ্ঠিতব্য জেডিসি পরীক্ষায় পরীক্ষার ফলাফলে প্রতি বছরের ন্যায় এবারও ওসমানীনগর উপজেলার মধ্যে শ্বীর্ষস্থান বজায় রেখেছে চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এবার মোট ৬২ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে সকলই পাশ করেছে। এর মধ্যে (GPA-5) A+ ১টি, A-১৮ টি রয়েছে। ওসমানিনগর উপজেলার ১০টি মাদ্রাসার মধ্যে A+ পেয়েছে মাত্র ১টি, যেটি চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার।
তাছাড়া ইবতেদায়ী ৫ম শ্রেণী সমাপনি পরীক্ষায় মোট ৫০ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে ৪৮জন পাশ করেছে।
আগামিতে যেন আরও ভাল ফলাফল উপহার দিতে পারি সেই জন্য সকলের দোয়া ও সহযোগিতা ভাবে কামনা করছেন চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হাই আল হাদী।