ওসমানীনগরে তারা ৫০/৫০
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৭:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ লুৎফুর রহমান ও এনামুল হক সর্দার দুজনই ওসমানীনগরের । ভোটের লড়াইয়ে কেউ কাউকে হারাননি, লড়াই হয়েছে সমান সমান। ৫০ টি করে ভোট পেয়েছেন দুজনেই । অন্যান্য কেন্দ্রগুলোতে বড় ব্যবধানে এগিয়ে থাকার সুবাধে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওসমানীনগরের কৃতি সন্তান লুৎফুর রহমান।
বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ায় তাদের জনপ্রতিনিধিদের ভোট ফ্যাক্টর হিসাবে কাজ করেছে এ নির্বাচনে। সিলেটের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রবীন আওয়ামী লীগ দলীয় এই প্রার্থী বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে ১৫ টি কেন্দ্রের লুৎফুর রহমান পেয়েছেন ৭৯৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডা. এনামুল হক সর্দার ৫৫৩ ।