বালাগঞ্জে কে কত ভোট পেলেন
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৫:৩৩ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা পরিষদ নির্বাচনী এলাকার ৭ নং ওয়ার্ড বালাগঞ্জে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বালাগঞ্জ ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে শন্তিপুর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে। মোট ৯৪ ভোটের মধ্যে চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রসাশক এডভোকেট লুৎফুর রহমান আনারস প্রতিকে-৫৭, স্বতন্ত্র প্রার্থী শিক্ষাবিদ এনামূল হক সরদার কাপ পরিছি প্রতিকে-৩২, আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন লালা ঘোড়া প্রতিকে-৪ ও মোহাম্মদ ফকরুল ইসলাম মোটর সাইকেল প্রতিকে-১ ভোট পেয়েছেন।
বালাগঞ্জ ৭নং-ওয়ার্ডে সাধারন সদস্য পদে-বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকন মিয়া হাতি প্রতিকে-৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ুম-৩০, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ সিএনজি প্রতিকে-২১, বিএনপি নেতা আব্দুল হান্নান তালা প্রতিকে-৮, মানবাধিকার কর্মী আফসার উদ্দিন ক্রিকেট ব্যাট প্রতিকে-৪ ও জালালপুর ইউনিয়নের সাবেক মেম্বার আকলাছ আলী ঘুড়ি প্রতিকে কোনো ভোট পানননি।
সংরক্ষিত ৩নং নারী আসনে সুষমা সুলতানা রুহি দোয়াত কলম প্রতিকে-৪৫ ভোট সহ ৮নং-ওসমানীনগর ও ৯নং-বিশ^নাথ ওয়ার্ডে সর্বোচ্ছ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে রহিমা বেগম রব্বানী হরিণ প্রতিকে-২৩,হাসিনা বেগম চৌধুরী শিরু বই প্রতিকে-২১, গিতা রানী দাস ঘড়ী প্রতিকে-৮ ও নুরুন্নাহার ইয়াসমিন ফুটবল প্রতিকে-১ ভোট পেয়েছেন।