বড় ব্যবধানে বিজয়ী ওসমানীনগরের সুষমা সুলতানা রুহি
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৪:৩৯ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ বড় ব্যবধানে কোন প্রতিদ্বন্ধিতা ছাড়াই বিজয়ী হয়েছেন ওসমানীনগরের সুষমা সুলতানা রুহি (দোয়াত-কলম)। ৬৪ ভোটের ব্যবধানে দাপুটে জয় নিয়ে সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা সদস্য-৩ পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন এই নারী উদ্যেক্তা ।
তিন কেন্দ্র মিলিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ১৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ মার্কা নিয়ে রহিমা বেগম রব্বানি পেয়েছেন ৭০ ভোট। এ ওয়ার্ডে প্রার্থী ছিলেন ৫ জন।
সুষমা সুলতানা রুহী তাজপুর ডিগ্রি কলেজের ভূমিদাতা ও প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম আজহার আলীর মেয়ে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদের সহধর্মীনি ও একজন নারী উদ্যেক্তা।