ওসমানীনগর থেকে সদস্য পদে কে হাসবেন শেষ হাসি
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৬, ৬:২৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনের ৮ নং ওয়ার্ড ওসমানীনগর থেকে কে শেষ হাসবেন জানা যাবে আজ। প্রচারণার শেষ দিন পর্যন্ত ৯ প্রার্থী উপজেলার ১০৭ ভোটের জন্য খেঁটেছেন দিনরাত। এলাকার জনপ্রতিনিধিরা তাদের পছন্দের একজনকে বেঁচে নেবেন আজ। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৮ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জানা যায়, শেষ দিন পর্যন্ত বোঝা যায়নি কার পক্ষে রয়েছে ভোটের মাঠ। অসম এ লড়াইয়ের চুড়ান্ত ফলাফল দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ওসমানীনগরবাসী।
সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন,সৈয়ীদ আহমদ বহলুল (বৈদ্যুতিক পাখা), পংকজ লাল দাশ পুরকায়স্থ (টিউবওয়েল), মো. আশিক মিয়া (অটোরিকশা),সৈয়দ এনামুল হক (টিফিন ক্যারিয়ার) আবু আহমদ এমদাদ (ঘুড়ি),নুরউদ্দিন আহমদ নুনু (ক্রিকেট ব্যাট), শিবিবর আহমদ সিকদার (বক), মো. নজরুল ইসলাম (তালা), ও খায়রুল আলম (হাতি)।