ওসমানীনগরে নির্বাচনী সরঞ্জাম এসে পৌছেছে
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৬, ৬:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল সরঞ্জাম আজ মঙ্গলবার ওসমানীনগর সহ প্রত্যেকটি কেন্দ্রে পাঠানো হয়েছে। ৮ নং ওয়ার্ড ওসমানীনগরের ভোটকেন্দ্র তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রে ভোট দিবেন ওসমানীনগর উপজেলা পরিষদসহ এ উপজেলার উমপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
সিলেট জেলা নির্বাচন অফিস জানায়, সিলেট জেলা পরিষদ নির্বাচনে জেলার ১৩টি উপজেলার ১৫টি ওয়ার্ডে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল কেন্দ্রেই ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি, সিলসহ আনুষাঙ্গিক সকল সরঞ্জাম পাঠানো হয়েছে।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার আজিজুল ইসলামের তত্ত্বাবধানে সকল কেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়।