ফ্রান্স আওয়ামী লীগ এর মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৬, ৪:২৯ পূর্বাহ্ণ
জামিল আহমেদ সাহেদ ফ্রান্স থেকেঃ মুক্তিযুদ্ধের চেতনার মধ্যদিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ফ্রান্স আওয়ামী লীগ মহান বিজয় দিবস উদযাপন করেছে । প্যারিস এর জুলিও কুরী হলে শত শত নেতা কর্মীদের নিয়ে অত্যান্ত জাকজমক পূর্ণ বিজয় দিবস অনুষ্ঠিত হলো। সংগঠনের সভাপতি মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন কয়েস এর সঞ্চালনে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ,সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সংগ্রামী সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি ,অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী ,উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রব ,সহ সভাপতি বৃন্দ শাহজাহান রহমান ,শেখ শাহজাহান সরু ,আব্দুল মোতালেব খান ,জসিম উদ্দিন ফারুক ,আশরাফুল ইসলাম ,আজম খান ,আশরাফুল ইসলাম বিল্লাল, যুগ্ন সাধারণ সম্পাদক বৃন্দ জনাব আকরাম খান ,অপু আলম ,শাহীন আরমান চৌধুরী ,মিজানুর রহমান সরকার ,কামাল মিয়া এবং প্যারিস মহানগর আওয়ামী লীগ এর সভাপতি সাইফুল খান। বক্তারা বাংলাদেশকে সোনার বাংলায় রুপ দেয়ার সংগ্রাম ও একটি উন্নত জাতি হিসেবে বাঙালি কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে নিরলস কাজ করা হচ্ছে তার জন্য জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভার শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্যারিস মহানগর আওয়ামী লীগ ,মহিলা আওয়ামী লীগ ,যুব লীগ ,ছাত্র লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন সমেত ফ্রান্স আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ। পাচ শতাধিক নেতা কর্মীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে সভার উদ্ভোদন করা হয়।এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় জাতির পিতা ও তার পরিবার বর্গ সমেত সকল শহীদদের প্রতি।পরিশেষে এক ঝাঁক খুদে শিশুদের মাদ্ধমে মুক্তিযোদ্ধাদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সেলিম ওয়াদা শিলু ,সাইদুর রহমান সাঈদ ,আসাদুজ্জামান সুমন ,আজিজুর রহমান ,তারিকুল ইসলাম,মোস্তফা হাসান ,মাজেদুল ইসলাম ,লাবু চৌধুরী ,রাসেল খান ,আক্কাস আলী ,সেলিম আলাদিন, মিজানুর রহমান,এম ডি হোসেন। কোরান থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান।
মনোরোম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রিপন দেবনাথ ও মনজুরুল ইসলাম মঞ্জু। এই মনোরম সন্ধ্যা যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে তাদের প্রতি ফ্রান্স আওয়ামী লীগ ধন্যবাদ জ্ঞাপন করে উল্লেখযোগ্য মিসেস মিজান সরকার এবং নিরাপত্তা বিষয়ক সম্পাদক শেখ চঞ্চল।