শফিকুর রহমানকে মন্ত্রী চাই স্লোগানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৬, ১১:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী পদে দেখতে চাই স্লোগানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন তার অনুসারীরা। এ নিয়ে গতকাল বেশ কয়েকটি অনলাইনে সংবাদ ছাপা হয়েছে। সিলেটের পরিশ্রমী এই নেতার মন্ত্রী পরিষদে জায়গা পাওয়ার সব যোগ্যতা আছে বলে মনে করেন অনেকেই । তবে তা আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।
জানা যায়, ওসমানীনগর বালাগঞ্জ ও বিশ্বনাথে শফিকুর রহমান চৌধুরীর অনুসারীরা আগামী মন্ত্রী সভায় রদবদলের খবর জানার পর থেকেই তাকে মন্ত্রী করার দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট করছেন। এ নিয়ে তিন উপজেলায় আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্বস্থ একটি সুত্র জানায়, শফিকুর রহমান চৌধুরী মন্ত্রী সভায় জায়গা পেতে কোন তদবির লবিং করেননি। এটা তার অনুসারী নেতা কর্মীদের একটি দাবী।
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীকে পরাজিত করে শফিকুর রহমান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। এবং বিগত নির্বাচনে ১৪ দলের সাথে সমঝোতায় তিনি আর প্রার্থী হননি। জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিলে সিলেট ২ আসন থেকে জাতীয় পার্টির ইয়াহিইয়া চৌধুরী এহিয়া সংসদ সদস্য নিবার্চিত হন।