ওসমানীনগরে মেট্টোপলিটন রোটারী ক্লাবের চক্ষুু শিবির সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৬, ১০:১৭ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ মহান বিজয়ের মাসে বঙ্গবীর আতাউল গনি ওসমানীর পিতৃভূমি দয়ামীরে দুস্থ অসহায় গরীব রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া, চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যয়বহুল কর্মসূচী নিয়ে এগিয়ে এলো রোটারী ক্লাব অব সিলেট মেট্টোপলিটন । ক্লাবের উদ্যোগে বাছাইকৃত প্রায় শতাধিক দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন ও চশমা প্রদান করা হবে। এছাড়াও ২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে রোটারী ক্লাব অব সিলেট মেট্টোপলিটন-এর উদ্যোগে রোববার সকালে বিশেষজ্ঞ চক্ষুু চিকিৎসকরা বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করেন। বাছাইকৃত এসকল রোগীকে ভার্ড চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। এ উপলক্ষে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, সিলেট-এর সভাপতি মোঃ ইয়াকুতুল গণি ওসমানীর সভাপতিত্বে এবং সেক্রেটারী রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পিডিজি রোটারিয়ান ডা. মন্জুরুল হক চৌধুরী বলেন, সমাজের দুঃস্থ অসহায় মানুষের চিকিৎসা এবং অন্ধত্ব নির্মূলে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর এ ধরনের আয়োজন জেনারেল এম এ জি ওসমানী ও তার স্মৃতি বিজড়িত মাটির মানুষের প্রতি সম্মান জানানোর নামান্তড়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্ণর রোটারীয়ান পিপি এম.নুরুল হক সোহেল পিএইচএফ, এসিসট্যান্ট গভর্ণর রোটারীয়ান পিপি ফেরদৌস আলম পিএইচএফ, আইপিপি রোটারীয়ান আজিজুর রহমান পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট আবু সুফিয়ান, ট্রেজারার রোটারীয়ান ইকবাল হোসাইন, ক্লাব ডাইরেক্টর রোটারীয়ান রেজাউল করিম, রোটারীয়ান সাইফুর রহমান খান, রোটারীয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারীয়ান নিজাম উদ্দিন, রোটারীয়ান ডা: এবি সিদ্দিকী শাহিন, রোটারীয়ান ফয়সাল হোসাইন, রোটারীয়ান তাজ উদ্দিন খান আলম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সদরুন নেসা হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ডা: কাজি সাদ মিয়া , সদরুন নেসা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: আমির আলী প্রমুখ। সভাপতির বক্তব্যে রোটারিয়ান মোঃ ইয়াকুতুল গণি ওসমানী বলেন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট মানবতার কল্যাণে অনবরত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে।