ওসমানীনগরের রং বরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৬, ৯:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরের রং বরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় শতাধিক শিক্ষার্থীর মা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা জবা রানীর পরিচালনায় বক্তব্য রাখেন, অভিবাবক কমিটির সভাপতি মোঃ তাজিদ খান, সহ-সভাপতি আব্দুল লতিফ, প্রধান শিক্ষক মোঃ ছেফায়েত উল্যা, পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম, সহকারি শিক্ষিকা রীতা রানী দেব, সুমা রানী দেব, বাবলী বেগম প্রমুখ। মাদের মধ্যে উপস্থিত ছিলেন, হেনা বেগম, ছাবিনা বেগম, রাশেদা বেগম, হেপি বেগম, লিপি বেগম, নাছিমা বেগম, নমিতা রানী বৈদ্য প্রমুখ।
সভা শেষে ২০১৬ সালের বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছেফায়েত উল্যা। ফল প্রকাশ করার পর শিক্ষার্থীর মা ও অভিবাবকদের শিক্ষার্থীদের লেখা-পড়ার প্রতি আরো মনোযোগ গড়ে তুলার জন্য দিক-নির্দেশনা বক্তব্য প্রদান করেন।