৭,৮,৯ নং ওয়ার্ড বালাগঞ্জ ওসমানীনগর বিশ্বনাথের ভোটকেন্দ্র যেখানে
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ড বালাগঞ্জ ওসমানীনগর ও বিশ্বনাথের ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। এই তিন উপজেলার ভোটাররা নির্ধারিত স্থানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
৭নং ওয়ার্ডের কেন্দ্র বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় কেন্দ্র: বালাগঞ্জ উপজেলা পরিষদসহ পূর্ব পৈলেনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পূর্ব গৌরীপুর, বালাগঞ্জ, পশ্চিম গৌরীপুর ও দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের ভোটাররা এ কেন্দ্রে ভোট দিবেন।
৮নং ওয়ার্ডের কেন্দ্র মঙ্গলচন্ডী উচ্চ বিদ্যালয় (ওসমানীনগর): এ কেন্দ্রে ভোট দিবেন ওসমানীনগর উপজেলা পরিষদসহ এ উপজেলার উমপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
৯নং ওয়ার্ডের কেন্দ্র রামসুন্দর উচ্চ বিদ্যালয় (বিশ্বনাথ): এ কেন্দ্রে ভোট দিবেন বিশ্বনাথ উপজেলা পরিষদ ও এ উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।