ওসমানীনগরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৬, ৯:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপ অব ইউনিভার্সেল চিল্ড্রেন ডে ২০১৬ উপলক্ষে মুসলিম এইড ইউকে বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে উদয়ন কিন্ডার গার্টেন স্কুলে প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে সংস্থার রেইনবো ফ্যামেলির ৩৮জন এতিম ছেলে-মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। মুসলিম এইড ইউকে বাংলাদেশ শাখা ব্যবস্থাপক মো. রবিউল করিমের সভাপতিত্বে ও বুরুঙ্গা শাখার প্রোগ্রাম সুপারভাইজার মো. বাবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফেনী শাখার ফিল্ড কো-অর্ডিনেটর মো. ফজর আলী, উদয়ন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক স্বপন লাল সেন। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।