তাজপুর কলেজ জাতীয়করনের দাবীতে কলেজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৬, ৬:০৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ তাজপুর ডিগ্রি কলেজ সরকারীকরনের দাবীতে টানা কর্মসুচীর অংশ হিসাবে গতকাল কলেজ ক্যাম্পাসে শিক্ষক-ছাত্র,কর্মচারী, অভিভাবকদের উপস্থিতিতে এক বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনু মিয়া। কলেজ জাতীয়করন কমিটির আহবায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সৈয়দ আব্দুল মোতাকাব্বির। কলেজের স্টাফ কাউন্সিলের সেক্রেটারী মোহাম্মদ আবুল খায়ের। দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক প্রাণকান্ত দাশ। ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক খসরুজ্জামান। বক্তারা তাজপুর ডিগ্রি কলেজ জাতীয়করনের যৌক্তিকতা তুলে ধরে বলেন,১৯৭২ সালে প্রতিষ্টিত কলেজটি দশ বিঘার অধিক জমি ও প্রায় দুই হাজারের অধিক ছাত্রছাত্রীর কলেজকে বাদ দিয়ে উপজেলা সদর থেকে বহু দূরে অবস্থিত গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেওয়া অযৌক্তিক। এতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জাতীয়করণের সুবিধা থেকে বঞ্চিত হবে। বক্তারা অবিলম্বে তাদের দাবি তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণ করে ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর প্রাণের দাবীর প্রতি সম্মান প্রদর্শন করতে সংশ্লিষ্ট আহবান জানানো হয়।