ওসমানীনগরে পাওয়া তরুণীর আট টুকরো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৬, ৩:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরে পাওয়া তরুণীর আট টুকরো লাশের কোন পরিচয় বা আত্মীয়-স্বজনদের খোঁজ মেলেনি। লাশ সনাক্ত করতেও আসেনি কেউ। তাছাড়া পাশ্ববর্তী কোন থানায়ও তরুণী নিখোঁজ সংক্রান্ত কোন ডায়েরি হয়নি। ফলে ‘বেওয়ারিশ’ হিসেবেই তার শেষ ঠিকানা হয়েছে সিলেট নগরীর মানিকপীর টিলার গোরস্থানে।
গত বুধবার সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর সেতুর নিচ থেকে দুটি কাগজের বাক্সে ভর্তি তরুণীর আট টুকরো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। পাশাপাশি মহাসড়ক সংলগ্ন সবকটি থানায় ওয়্যারলেস বার্তায় বিষয়টি জানিয়ে দেয়া হয়।
তবে তরুণীকে সনাক্ত করতে কেউ না আসায় ‘বেওয়ারিশ’ হিসেবেই পরদিন বৃহস্পতিবার আঞ্জুমানে মফিদুল ইসলামে মাধ্যমে নগরীর মানিক পীরের টিলায় ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করেছে পুলিশ।
ওসামানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন- ‘ওসমানীনগর উপজেলার বাইরে কোথাও অজ্ঞাত এই তরুণীকে হত্যা করে মরদেহ ৮ টুকরো করা হয়। পরে কাগজের কার্টনে ভরে লাশ সেতুর নিচে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় নিশ্চিত না হওয়ায় তাকে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে সমাহিত করা হয়েছে।’
মরদেহ উদ্ধারের পর ওসমানীননগর থানার পুলিশ পরিদর্শক রমা প্রসাদ চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।