তাজপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবীতে যেসব কর্মসূচী ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৬, ১০:১১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরের প্রাচীন উচ্চ বিদ্যাপীঠ তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবীতে কলেজ স্টাফ কাউন্সিলের সভায় আন্দোলনের বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। গতকাল শনিবার বিকেলে কলেজ অধ্যাপক মিলনায়তনে এক সভার মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ মোতাকাব্বির। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ অঞ্চলের সর্বপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের সব শর্ত বিদ্যমান থাকা সত্ত্বেও জাতীয়করণের তালিকায় নাম না আসায় এবং অপেক্ষাকৃত নতুন একটি কলেজকে জাতীয়করণ করায় সভায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়।
সভায় কলেজ জাতীয়করণের জন্য আন্দোলনের বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে আজ ১৮/১২/১৬ গণস্বাক্ষর গ্রহণ, ১৯/১২/১৬ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান। পরবর্তীতে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।
২০/১২/১৬ কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় মিছিল, ২১/১২/১৬ মানববন্ধন ও ২২/১২/১৬ থেকে ২৩/১২/১৬ জনসংযোগ ও মতবিনিময়।