ব্যানারে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি : হাইকমিশনারের উপর ক্ষোভ যুক্তরাজ্য যুবলীগের
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ৬:৩১ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের ব্যানারে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে ফেইস বুকে স্ট্যাটাস দিয়েছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খানসহ একাধিক নেতাকর্মী । তারা বর্তমান হাইকমিশনারকে বিএনপি জামাতের এজেন্ট বলে ক্ষোভ প্রকাশ করেন।
তবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব সুরঞ্জিত সেন গুপ্ত।
হাইকমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের এই আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান শরীফ, সাধারন সম্পাদক জনাব সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারন সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, জনাব খালেদা কুরাইশী, সভানেত্রী, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ, ব্রেন্ট কাউন্সিলের মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, যুক্তরাজ্য বাংলাদেশ কমান্ডার পরিষদের কমান্ডার জনাব শাহ এনামুল হক, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কায়সার সাইদ এবং ডাঃ আলাউদ্দিন আহমেদ।
জামাল খান তার ফেইস বুক স্ট্যাটাসে লিখেছেনঃ
বাংলাদেশ হাই কমিশন , লন্ডনের দৃষ্টি আকর্ষণ করছি।
এবারের বিজয় দিবস মন খারাপ , রাগ , অভিমানের, লজ্জার। মনকষ্টের কারন হয়েছে তার চাইতেও বেশি বাংলাদেশ হাই কমিশন লন্ডনের ব্যনারে।
১৬ই ডিসেম্বর প্রতি বছর বাংলাদেশ হাই কমিশন লন্ডনের অফিস হল রুমে উজ্জাপনের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত হন এতে। আজ সেরকম ই আয়োজন করা হয়েছিল।
নাজমুল কাওনাইন হাই কমিশনার হয়ে এসেছেন ৫ সপ্তাহ। বিএনপির আমলে নাজমুল সাহেব ডেপুটি হাই কমিশনার ছিলেন লন্ডনে। জামাত বিএনপির এজেন্ট হয়ে তিনি যে কারজউদ্ধার করতে আবার লন্ডনে এসেছেন আজকে তার প্রমাণ দিলেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ছবি , জননেত্রি শেখ হাসিনার ছবি কারো কোন ছবি ই নেই ব্যানারে ।
বাংলাদেশ হাই কমিশন কি তাহলে জামাত বিএনপির হাতে জিম্মি হয়ে গেল !!
জামাল আহমেদ খান