ওসমানীনগরে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ৫:৩২ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগর থেকে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । গত বৃহস্পতিবার গভীর রাতে এক ব্যবসায়ীর টাকা ও ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপির গ্রামতলা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় শাকওয়া গ্রামের অরবিন্দ দাস এবং ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির পুরকায়স্থপাড়া গ্রামের লায়েক মিয়া।