মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান : শফিকুর রহমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৬, ৮:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান । মুক্তিযোদ্ধাদের ঋন কোন কিছুর মাধ্যমে শোধ করা যাবে না। মুক্তিযোদ্ধাদেরকে তাঁদের প্রাপ্য সম্মান প্রদর্শন করা আমাদের সকলের কর্তব্য। তিনি আরোও বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ’সহ দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বাস্তবায়িত করার মাধ্যমে জাতিকে করেছে কলঙ্কমুক্ত। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বিশ্বনাথে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি শুক্রবার দুপুরে বিশ্বনাথে উপজেলা প্রশাসন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের’ সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আজিজুর রহমান।
উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, মিজানুর রহমান মিজান, শাখাওয়াত হোসেন, শানুর আহমদ জয়দু, আবদুল মতিন, আনা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মহরম জিন্নাহ, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, শামীম আহমদ, আবদুল হক, রফিক মিয়া, সুন্দর আলী রুহুল, মনোহর হোসেন মুন্না, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, ডাক্তার বিভাংশু গুন বিভু, গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ জয়, মিয়াদ আহমদ প্রমুখ।