অবশেষে নির্বাচনে সুযোগ পেলেন ওসমানীনগরের এনাম পীর
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৬, ৮:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ অবশেষে উচ্চ আদালতের মাধ্যমে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওর্য়াড (ওসমানীনগর) সদস্য পদে অংশ গ্রহন করার সুযোগ পেয়েছেন সৈয়দ এনামুল হক এনাম পীর। নির্বাচনী রিট পিটিশনের (নং-ঝণখ ০৬.২০১৬) শুনানী শেষে বুধবার সিলেট জেলা পরিষদের ৮ নং ওর্য়াড ওসমানীনগরে সদস্য পদে এনাম পীরকে নির্বাচনে অংশ গ্রহন সুযোগ প্রদানে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার সৈয়দ এনামুল হকের পক্ষের উচ্চ আদালতের আইনজীবী মো: মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে গত ৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ নং ওর্য়াড (ওসমানীনগর) সৈয়দ এনামুল হক এনাম পীর সহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা। প্রার্থীতা বাতিলের বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন ওসমানীনগরে সৈয়দ এনামুল হক। পিটিশনের শুনানী শেষে বুধবার জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওর্য়াড (ওসমানীনগর) সদস্য পদে সৈয়দ এনামুল হক এনাম পীরকে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দেকী ও শেখ হাসান আরিফ। রিট পিটিশনের পক্ষের আইনজীবী মো: মোশতাক আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি