হতাশা আর ক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ২ঘন্টা তীব্র যানজট
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৬, ৩:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর তথা বৃহত্তর বালাগঞ্জের উচ্চ শিক্ষার সর্বপ্রাচীন প্রতিষ্ঠান “তাজপুর ডিগ্রী কলেজ” সরকারীকরণের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। দীর্ঘ প্রায় ২ঘন্টা পর প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাজপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকাবাসীরা প্রতিষ্ঠানটি সরকারীকরণের দাবীতে রাস্তায় বসে পড়েন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই জাতীয়করণের তালিকায় তাজপুর কলেজের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। এ অঞ্চলের সর্বসাধারণ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি অভিলম্বে সরকারীকরণের জোর দাবী জানান। অবরোধের খবর পেয়ে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ কলেজ জাতীয়করণের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন। অতঃপর মহাসড়কের এ অংশে যান চলাচল স্বাভাবিক হয়।
এক সপ্তাহের মধ্যে তাজপুর ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছেন কলেজের শিক্ষার্থীসহ এলকাবাসী।
গতকাল বুধবার জাতীয়করণের তালিকায় তাজপুর ডিগ্রী কলেজের নাম না থাকায় হতাশ হয়ে পড়েছেন তাজপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। প্রথম ও দ্বিতীয় তালিকায় না হলেও এবার জাতীয়করণের তালিকায় তাজপুর ডিগ্রী কলেজের নাম আসবে এমনটাই আশা করেছিলেন সবাই। কিন্তু গতকাল বুধবার তৃতীয় তালিকা প্রকাশিত হলেও নাম না আসায় তারা মহাসড়ক অবরোধ করে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজসহ আরও ৮টি কলেজ জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হয়। কলেজগুলো হলো, চট্টগ্রামের রাউজান কলেজ, কুমিল্লার মেনহাজ হোসেন মীম আদর্শ কলেজ, চাঁদপুরের করফুলেন্নেছা মহিলা কলেজ, নওগার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, ফরিদপুরের মোহা. ইয়াছিন ডিগ্রি কলেজ, দিনাজপুরের পাকেরহাট ডিগ্রি কলেজ, সাতক্ষীরার আশাশুনি কলেজ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলেজ।
এই নয়টি কলেজে সকল প্রকার নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।