ওসমানীনগরে ৮খন্ড করা মহিলার লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৬, ৫:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে ৮খন্ড করা এক মহিলার (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
তবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের ৮টি টুকরো কার্টনবন্দি অবস্থায় ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড় রয়েছে। পুলিশের ধারণা সে সন্তানের জননী, বহিরাগত কেউ তাকে হত্যা করে গাড়িযোগে এনে ব্রিজের নিচে ফেলে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কাগজপুর এলাকায় একটি সেতুর নিচে দুটি পরিত্যক্ত কাগজের কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে একটি কার্টন থেকে মানুষের খণ্ডিত হাতের টুকরো দেখতে পেয়ে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে অবহিত করা হয়। বেলা আড়াইটার দিকে পুলিশ সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা তরুণীর ৮ খণ্ডিত লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, স্থানীয় এলাকাবাসীর খবরের ভিত্তিতে কাগজপুর ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করি। ২টি কার্টনে লাশের ৮টি খন্ড ছিল। লাশের সাথে শিশুর কিছু কাপড়ও রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বহিরাগত কেউ মহিলাকে হত্যা করে লাশ গুম করতে গাড়িতে করে এখানে এনে এখানে ফেলে গেছে। লাশ দেখে মনে হচ্ছে সপ্তাহ খানেক পূর্বে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা সম্ভব হয়নি।