ঢাবিতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদে সিলেটী দুই ছাত্রনেতা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের দুই ছাত্রনেতা।
বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমানের হলের সভাপতি হয়েছেন ইউসুফ উদ্দিন খান, অপরদিকে বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক হয়েছেন আল-আমিন রহমান। এদের মধ্যে ইউসুফের বাড়ি হবিগঞ্জে ও আল-আমিনের বাড়ি ছাতকে।
গত ২৯ নভেম্বরে দুই হলের সম্মেলন অনুষ্ঠিত হয়। আর কমিটি ঘোষণা করা হয় মঙ্গলবার (১৩ ডিসেম্বর)।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এই কমিটি গঠন করলেও কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ আর সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
এর আগে ইউসুফ উদ্দিন খান জিয়াউর রহমান হলের জয়েন্ট সেক্রেটারি ও আল-আমিন রহমান বঙ্গবন্ধু হলের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন।