ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের বর্ণাঢ্য র্যালী
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৬, ৫:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় গোয়ালাবাজার হাজী মার্কেট জামে মসজিদ থেকে র্যালীটি বের হয়। ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩কিলোমিটার প্রদক্ষিন করে তাজপুর মোল্লাপাড়া দাখিল মারাসায় গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ গ্রহনের জন্য মঙ্গলবার সকাল থেকে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মুসলিম জনতা মিছিল সহকারে জমায়েত হন উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে। র্যালীতে নানা ধরণের ইসলামী আরবী-বাংলা কালিমা খচিত ব্যানার ও ফেষ্ঠুন শুভা পায়।
শিল্পীর কন্ঠে সালাত-সালাম ও নাতে রাসুল পাঠে মুখরিত করে তুলে উপজেলার রাজপথ। র্যালিতে অংশ গ্রহন করেন,ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী,র্যালীতে নেতৃত্বদেন, পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, উপদেষ্ঠা পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সহ সভাপতি হাজী আজির উদ্দিন, সংগঠনের দ্বায়িত্বশীল হাজী সোনাফর আলী, হাজী ধন মিয়া, মাওলানা আব্দুল মতিন গজনভী,প্রমুখ। উক্ত র্যালীতে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সকল নেতৃবৃন্দসহ বালাগঞ্জ-ওসমানীনগরের বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক,ইসলামিক সংগঠন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মুসলিম জনতা অংশ গ্রহন করে
র্যালী শেষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, মাহনবীর (সা:) আগমনে পৃথিবীতে শান্তি বিরাজ করেছিল। তিনি পথহারা মানব জাতিকে দেখিয়েছে সঠিক পথ। আজ মহানবী বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে কথা বলে নান শড়যন্ত্র করা হচ্ছে। তাই মহানীব আদর্শ বিরোধীদের প্রতিরোধে সমস্ত মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি হয়।