ছানু মিয়ার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতি ছিলো প্রচন্ড ঘৃনা : শোক সভায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৬, ৬:৩৬ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, ব্রিটেনে বাঙালী কমিউনিটির পরিচিত মূখ সদ্য প্রয়াত ছানু মিয়াকে ব্রিটেনে একাত্তরের যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ সৈনিক আখ্যায়িত করে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতি ছিলো তার প্রচন্ডঘৃনা।আর একারনেই শহীদ জননী নির্মূল কমিটি গঠন করার সাথে সাথেই ব্রিটেনে এর শাখা গঠন করে যুদ্ধাপরাধী নির্মূল আন্দোলনে ঝাপিয়ে পড়েন তিনি।
পূর্ব লন্ডনেরপলনার ষ্ট্রীটস্থ বার্ণার সেন্টারে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, যুক্তরাজ্য শাখা আয়োজিত এক শোকসভায় এমন মন্তব্য করেন বক্তারা। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ছানু মিয়ারঘনিষ্ট বন্ধু আনসার আহমেদ উল্লার সভাপতিত্বে ও সাধারণসম্পাদক সৈয়দ আনাস পাশা’র পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় অতিথিহিসেবে উপস্থিত ছিলেন, প্রবীন রাজনীতিক, মু্ক্তিযুদ্ধের শীর্ষ প্রবাসী সংগঠক সুলতান শরীফ। বক্তব্য রাখেন, সাংবাদিক আবু মুসা হাসান,যুক্তরাজ্য ঘাতক-
দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মালিক খোকন,সঙ্গীত শিল্পী সঞ্জয় দে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র দরছউল্লাহ, সাবেক ডেপুটি লীডার রাজন উদ্দিন জালাল, সাবেক কাউন্সিলার আব্দুস শুকুর, সাবেক কাউন্সিলার শাহাব উদ্দিন বেলাল, সাবেককাউন্সিলার ফানু মিয়া, যুক্তরাজ্য নির্মুল কমিটির জামাল খান, সাংবাদিকমতিয়ার চৌধুরী, রুবী হক, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল,পুষ্পিতা গুপ্ত, স্মৃতি আজাদ, আহাদ চৌধুরী বাবু, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সেক্রেটারী আঙ্গুর আলী, নাট্যকার আশরাফমাহমুদ নেছওয়ার, ফজলুল হক, কমিউনিটি নেতা শেখ নূর, যুক্তরাজ্য জাসদের ভাইসপ্রেসিডেন্ট এডভোকেট মুজিবুল হক মনি,লোকমান উদ্দিন, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট নারী নেত্রী হুসনে আরা মতিন, সংস্কৃতি কর্মী মিঠু আজাদ, গণী মিয়া,খালিক মিয়া, মজুমদার মিয়া, আশিক মিয়া, হাবিব আলী, মিহির আলী, মাখন মিয়া, আব্দুল বাছির, মুজি আলী,তুরন মিয়া ও খয়রাত মিয়াপ্রমুখ।
সভার শুরুতে প্রয়াত ছানু মিয়ার আত্মার শান্তি কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেমোনাজাত করেন শেডওয়েল মসজিদের ঈমাম মৌলানা খায়রুল ইসলাম।