ওসমানীনগরের আব্দুল হাই মোশাহিদের প্রার্থীতা প্রত্যাহার : ফেইসবুকে আবেগপূর্ণ বক্তব্য
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ১১:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিলেন ৮ নং ওয়ার্ড ওসমানীনগরের আব্দুল হাই মোশাহিদ। দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট লেখক কলামিস্ট আব্দুল হাই মোশাহিদ ছিলেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে রাজনীতির প্রভাব স্পষ্ট মনে করেই সরে দাড়ান তিনি।
গত ৩০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের মনোনয়ন জমা দেন সাবেক এই জনপ্রতিনিধি। এর পুর্বে উপজেলার প্রত্যেক ওয়ার্ডে চষে বেড়ান। ব্যাপক সাড়াও পান। মনোনয়ন জমা দেওয়ার পর মাঠের চিত্র বদলে যাওয়ায় নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আব্দুল হাই মোশাহিদ। নিজের ফেইসবুক আইডিতে সবার কাছে ক্ষমা চেয়ে দেন এক আবেগপুর্ণ স্ট্যাটাস। জবাবে অনেকেই তার প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি মেনে নিতে পারেননি। রাজনীতি আর কালো টাকার প্রভাবের অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন। দেশ বিদেশের অনেকেই তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। লন্ডন প্রবাসী আব্দুস সত্তার ইমন ও সুমন আহমেদ সুরমানিউজ টুয়েন্টিফোর.কমকে বলেন, তার এই সিদ্ধান্ত আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তবে যে সকল কারণ তিনি দেখিয়েছেন এমনটা হয়ে থাকলে তার সিদ্ধান্ত যথার্থই।
নিম্নে ফেইসবুকে তার স্ট্যাটাস সুরমানিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ
আমার দেশ-বিদেশের বন্ধু -বান্ধব, শুভাকাঙ্খী, শুভানুদ্বায়ী, যাঁরা আমাকে সমর্থন যুগিয়েছেন, সাহস যুগিয়েছেন,পরামর্শ দিয়েছেন, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী ।
আমার উপজেলার সম্মানীত ভোটার ভাই-বোনেরা, আমি যাঁদেরকে দীর্ঘ দুই মাস যাবৎ বিরক্ত করেছি, কষ্ট দিয়েছি, আপনারা আমাকে মাফ করবেন। বন্ধুরা- আমি প্রথম থেকেই আমার ফেইসবুক পোষ্টগুলোতে বরাবরই লিখে আসছি যে–আমি আমার সম্মানিত চেয়ারম্যান-মেম্বার, মহিলা মেম্বার বৃন্ধের সম্মুখে একটা নির্দিষ্ট কর্মসূচী পেশ করেছি।
যদি দেখি মাননীয় ভোটাররা আমার কর্মসূচীর প্রতি আকৃষ্ট হয়ে আমাকে ভোট দিতে রাজী হন, তাহলে আমি প্রার্থীতা বহাল রাখবো, না হলে রাখবো না। আমার অনুমান, আমি পুরোপুরি সফল হইনি,আংশিক হয়েছি। ইলেকশনটা বাংলাদেশী প্রচলিত ধারা থেকেও কয়েক সিঁড়ি উপরে উঠে গেছে। আমার কাংখিত নির্দলীয়,কালো টাকার প্রভাবমুক্ত ইলেকশনের আশা আর করতে পারছিনা। যে কারণে আমার পুর্বের ঘোষণা মতো ইলেকশন থেকে সরে দাঁড়াচ্ছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেনো তিনি আমাকে ক্ষমা করেন।