বালাগঞ্জে বাদীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৬, ১১:৪৭ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে রাতের আধারে আসামী পক্ষের লোকজনের অতর্কিত হামলায় দু’সহোদর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা একটি মোটর সাইকেলও ভাঙচুর করেছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন, উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জহির উদ্দিন ও তার ভাই তাহির উদ্দিন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে খাঁপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাঁপুর গ্রামের বাসিন্ধা কামাল আহমদের পরিবার ও সামসুউদ্দিনের পরিবারের মধ্যে স্থানীয মোরার বাজারের এক ভন্ড ভুমি নিয়ে দির্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সাম্প্রতি দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে বালাগঞ্জ থানায় পাল্টা পাল্টি মামলা দায়ের করা হয়েছে। আর এই পাল্টাপাল্টি মামলায় সামসুউদ্দিনের পক্ষে বাদী হয়েছেন তার ভাই ব্যবসায়ী জাহির উদ্দিন। সামসুউদ্দিন বলেন, ভুমি দখলের অভিযোগে চলতি বছরের শুরুর দিকে কামাল ও ভাইয়েরা সহ তাদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আমি সিলেট আদালতে একটি মামলা করেছি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। আমার বড় ভাই মোরার বাজার আব্বাসিয়া ফার্মেসীর সত্ত¡াধীকারী জাহির উদ্দিন প্রতিদিনের মত ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে আমার আরেক ভাই তাহির উদ্দিনকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোটর সাইকেল যোগে খাঁপুরস্থ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গ্রামের একটি সড়কে চলন্ত মোটর সাইকেলের গতিরোধ করে আমাদের প্রতিপক্ষ কামাল ও তার তার লোকজন হামলা চালিয়ে তাদেরকে আহত করে। হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাংচুর করেছে। এসময় তাদের আত্ম চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত কামাল আহমদ হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ঐ রাতে আমি বাড়িতে ছিলাম না। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।